মিশন:
বাংলাদেশে উদ্ভিদরাজ্যের (Flora) সর্ববৃহত্ সংগ্রহশালা প্রতিষ্ঠা, বৈচিত্র্যময় জীনপুল সংরক্ষণ, গবেষণার সুযোগ সৃষ্টি ও ঢাকা নগরীর বন্যপ্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিতকরণের মাধ্যমে নগরীকের নিরবচ্ছিন্ন পরিবেশগত সেবা (Ecosystem Service) প্রদান এবং জনগণকে অংশগ্রহণমূলক পদ্ধতিতে সম্পৃক্ত করত সকলের জন্য নির্দিষ্ট পরিসরে স্বাস্থ্য-বিনোদন-ভ্রমণ সেবা দেয়া যাতে নাগরিকগণ অনায়াসে পরিবেশগত স্টুয়ার্ডশিপ অর্জন করে, তৈরি হয় সবুজ প্রজন্ম (Green Generation)।
ভিশন:
১. দেশীয় ও বিদেশী উদ্ভিদ সমন্বয়ে বাংলাদেশে সর্ববৃহত্, সমৃদ্ধ ও বৈচিত্র্যময় উদ্ভিদ সংগ্রহশালা প্রতিষ্ঠা করা;
২. জীনপুল সংরক্ষণ, উদ্ভিদ ও বন্যপ্রাণী নিয়ে গবেষণা ও শিক্ষা কার্যক্রমের জন্য উপযুক্ত ক্ষেত্র ও সুযোগ সৃষ্টি করা;
৩. ঢাকা নগরীর বন্যপ্রাণীর বসবাস, বিচরণ ও বংশবিস্তারের জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা;
৪. ঢাকা নগরীকে নিরবচ্ছিন্নভাবে পরিবেশগত সেবা (Ecosystem Service) প্রদান করা এবং এর বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করা;
৫. ঢাকা নগরীর পরিবেশ দূষণ রোধে মূখ্য ভূমিকা পালন করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে নগরবাসীকে সুরক্ষা প্রদান করা;
৬. বিভিন্ন ধরণের কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করা;
৭. বাংলাদেশে ঢাকাসহ অন্যান্য নগরসমূহে নগর বনায়নের প্রসারে আদর্শস্থানীয় ভূমিকা পালন করা;
৮. কার্বন মজুদ বৃদ্ধির মাধ্যমে “Carbon Offset” অর্জন করা এবং “Carbon Credit” এ সফল হওয়া;
৯. জনগণের জন্য নির্দিষ্ট পরিসরে স্বাস্থ্যসেবা, চিত্তবিনোদন, প্রাতঃভ্রমণ ইত্যাদি সেবার সংস্থান রাখা; এবং
১০. জাতীয় উদ্ভিদ উদ্যানকে আন্তর্জাতিক পরিমন্ডলে সম্পৃক্ত করা এবং বৈশ্বিক শীর্ষ পর্যায়ে উন্নীত করা।