Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মার্চ ২০২৫

শওকত ইমরান আরাফাত

জাতীয় উদ্ভিদ উদ্যান (সুপরিচিত, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন) এর পরিচালক জনাব শওকত ইমরান আরাফাত এর জন্ম ২৫ ফেব্রুয়ারি, ১৯৮৮ খ্রিস্টাব্দ, বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার শহরে, পাহাড়ের কোল ঘেঁষে সমুদ্রের ভীষণ সন্নিকটে। প্রকৃতির অপরূপ অধিক্ষেত্রে জন্ম নেয়া এই সরকারি কর্মকর্তা তার সমগ্র শৈশব, কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় সমুদ্র-নন্দিনী কক্সবাজার শহরে অতিবাহিত করেছেন। শৈশবে তার স্কুলের নাম কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন এবং কলেজ কক্সবাজার সরকারি কলেজ। অতপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ হতে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি মোট ৪ বার (২০০৬, ২০০৭, ২০০৯ এবং  ২০১১ সনের সফলতার জন্য) Chancellor Gold Medal পদক ও সনদ অর্জন করেন।

২০২৪ সালে তিনি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত UNIVERSITY OF SEOUL এর International School of Urban Sciences (ISUS) হতে  ২ বছর মেয়াদী “Master of Sustainability and Environmental Policy in Global Environmental Policy” ডিগ্রী কৃতিত্বের সাথে অর্জন করেন। Master সময়ে তার সম্পাদিত  Thesis Title ছিল,  “Urban Forestry For Sustainable Dhaka City in Bangladesh: Current Role of The Government And Way Forward”। কোরিয়ায় অবস্থানকালীন মধ্যঅঞ্চলীয় দেজন শহরে অবস্থিত K-Water এর হেডকোয়ার্টার এ ২ মাস ইন্টার্নশীপ অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়াও তিনি, ৫ কিলোমিটার বোরিয়ং ম্যারাথন চ্যাম্প, সিউল সেভেন পিক ক্লাইম্বার এওয়ার্ড প্রভৃতি পদক অর্জন করেন।

তিনি ২০১৬ খ্রিস্টাব্দ ৩৩ তম বিসিএস পরীক্ষায় বিসিএস (বন) ক্যাডারে ১ম স্থান অর্জনের মাধ্যমে সহকারী বন সংরক্ষক পদে চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর হাটহাজারী রেঞ্জে যোগদান করেন এবং উক্ত রেঞ্জ হতে ১ বছর মেয়াদে রেঞ্জ প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করেন। সাভারে অবস্থিত বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) হতে ৬ মাস মেয়াদের বুনিয়াদী প্রশিক্ষণ (পি-৬৪) গ্রহণ এবং ভূমি জরিপ অধিদপ্তর হতে ৪৫ দিন মেয়াদের সার্ভে এন্ড সেটেলমেন্ট ট্রেনিং (১০৯ তম) গ্রহণ করেন। এছাড়াও তিনি, ২০১৮ সালে জাপানে অনুষ্ঠিত ২ মাসব্যাপী ‘GIS, Remote Sensing and Community Participation for Biodiversity Conservation’ শীর্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১৯ - ২০২১ খ্রিস্টাব্দ সহকারী বন সংরক্ষক, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এসময় তিনি, মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে প্রত্যক্ষ ভূমিকা পালনসহ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্থানীয় ই.আর.টি ও গ্রামবাসীদের সচেতনতা সৃষ্টি করার ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করেন। ২০২১ - ২০২৪ খ্রিস্টাব্দ সময়ে তিনি সহকারী প্রকল্প পরিচালক, টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প, বন অধিদপ্তর, বাংলাদেশ এ কর্মরত ছিলেন। টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের অধীনে Project Management Unit (PMU) এর সদস্য হিসেবে প্রকল্প পরিচালক কর্তৃক প্রদত্ত প্রশাসনিক, দাপ্তরিক ও অন্যান্য নির্দেশিত কার্যাবলী, বৃহৎ প্রকল্প পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অংশের কাজ সম্পাদন ও সমন্বয় সাধন, বিশেষায়িত ও বিশেষ গুরুত্বপূর্ণ কাজ দক্ষভাবে সম্পাদন ও যথাযথ রিপোর্টিং, বিভিন্ন সভা-সেমিনার-প্রশিক্ষণ এর উদ্যোগ গ্রহণ ও সফলভাবে সম্পন্নকরণ এবং প্রকল্পের Communication & Outreach সহ সমগ্র দেশব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে Wildlife Olympiad ২০২৫ সফল সার্থকভাবে সম্পন্ন করেন।

বর্তমানে তিনি ঢাকা মহানগরীর প্রধান সবুজ এলাকা ব্যবস্থাপনা ও পরিচালনা, জাতীয় উদ্ভিদ উদ্যান ও বলধা গার্ডেন, ঢাকা’র উদ্ভিদ ও প্রাণী সম্পদ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সমৃদ্ধির মাধ্যমে তাদের জীনপুল সংরক্ষণ, শিক্ষা-গবেষণার সুযোগ-সৃষ্টি এবং প্রকৃতি-পর্যটনের মাধ্যমে নগরবাসীকে পরিবেশগত সেবা প্রদান, ঢাকা মহানগরে নগর বনায়ন, ছাদ-বাগান সৃজন প্রভৃতি কাজ এর নেতৃত্ব দিচ্ছেন।

দায়িত্বশীল; সময়নিষ্ঠ; অনুগত এবং প্রতিশ্রুতিবদ্ধ কর্মকর্তা; সৃজনশীল, উদ্ভাবনী শক্তিসম্পন্ন সুদক্ষ লেখক; ডিজিটাল ও অন্যান্য ক্রিয়েটিভ কন্টেন্ট নির্মাতা; দক্ষ প্রশিক্ষক ও সংগঠক, শক্তিশালী সোশ্যাল মিডিয়াকর্মী; ভাল উপস্থাপক, বক্তা, আলোচক, সহযোগী, আইসিটি জ্ঞানসম্পন্ন; ডাটাবেস ব্যবস্থাপনায় দক্ষ; নগর বনবিদ; গবেষক; মঞ্চ উপস্থাপক; এবং গ্লোবাল নেটওয়ার্কিং এক্সপার্ট। রচনা প্রতিযোগিতা, নৃত্য, ব্যান্ড/পপ/আধুনিক গান পরিবেশনা, ফ্যাশন-শো/মডেলিং, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা/গান লিখা, অভিনয়, ক্রিকেটখেলা, ব্যাডমিন্টন ও দাবাখেলায় রয়েছে তার অবাধ পারদর্শী বিচরণ, অসংখ্য পদক ও পুরস্কার প্রাপ্তি।